বিশেষ প্রতিবেদক : জাল সনদধারীদের শনাক্ত করতে কঠোর নজরদারি রাখছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
দেশের সব জেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়ে এনটিআরসিএর সনদধারীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কেউ কেউ ভুয়া সনদ বানিয়ে বিভিন্ন স্কুল-কলেজে কর্মরত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা এমপিও (মান্থলি পেমেন্টে অর্ডার) সুবিধা নিচ্ছেন। তাদের শনাক্ত করতে কাজ শুরু করেছে এনটিআরসিএ। সারা দেশে এনটিআরসিএর সনদধারী কর্মরত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই শুরু হয়েছে। ভুয়া সনদ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজ সোমবার ২৩ নভেম্বর এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত কর্মরত সব প্রার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে কেউ ভুয়া সনদধারী রয়েছে কি-না তা চিহ্নিত করে এমপিও বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সনদধারীদের মধ্যে কতজন কর্মরত ও বেকার রয়েছে সে তথ্য চিহ্নিত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এসএস//
Leave a Reply