বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে তথ্য চেয়েছেন হাইকোর্ট (ভিডিও)
- Update Time : ০১:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট।
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে যাবতীয় তথ্য দিতে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান,বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বে একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার ২২ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।
গত ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়েছে বলে জানান ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পররাষ্ট্রমন্ত্রী ওইদিন বলেছিলেন,’রাজনীতিকরা নন বরং সরকারি কর্মচারীরাই বিদেশে বেশি অর্থপাচার করেন।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কানাডায় তিনি খোঁজ নিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজনীতিকদের চেয়ে সরকারি কর্মচারীদের বিশাল সংখ্যা দেখে তিনি অবাক হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অনেক সরকারি কর্মকর্তার টরন্টোতে বাড়ি আছে। তাঁদের ছেলে-মেয়েরা সেখানে পড়ালেখা করছে। এমন পরিস্থিতি শুধু কানাডায় নয়,মালয়েশিয়াতেও দেখা যায়।
আজ হাইকোর্ট বিদেশে টাকা পাচার বিষয়ে স্ব প্রনোদিত আদেশে যথাযথ প্রক্রিয়া ছাড়া টাকা পাচারে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। দুদক এর আইনজীবী খুরশীদ আলম খান সারাদেশেকে এ কথা জানান। এসএস//