সারাদেশ ডেস্ক : তাপমাত্রা কমতে শুরু করেছে দিল্লিতে। আজ শনিবার ২১নভেম্বর সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় এক ডিগ্রি বেশি হলেও, এ দিন ঠান্ডা ছিল হাড় কাঁপানো।
গত ১৪ বছরের মধ্যে নভেম্বরে দিল্লিতে সবচেয়ে শীতলতম দিন ছিল শুক্রবার। আবহবিদরা বলছেন, তাপমাত্রার কমায় শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে ।
সমভূমি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা তার নীচে চলে গেলে তখনই তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করা হয়। গত তিন দিন ধরে তাপমাত্রার কম দেখে আবহবিদরা আশঙ্কা করছেন শীঘ্রই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দিল্লিতে।
নভেম্বরের মাঝামাঝি থেকেই তাপমাত্রার কমতে শুরু করে দিল্লিতে। স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে শুরু করে।
এসএস//
Leave a Reply