শিরোনাম:
গোল্ডেন মনিরের বাসা থেকে কোটি টাকা জব্দ
- Update Time : ১২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় স্বর্ণ চোরাকারবারি ‘গোল্ডেন মনিরের’ বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, আট কেজি স্বর্ণ ও এক কোটি নয় লাখ নগদ টাকা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে গোল্ডেন মনিরকে আটক করা হয়েছে।
আজ শনিবার ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সোনার গহনা, অস্ত্র ও টাকাসহ চিহ্নিত স্বর্ণ চোরা কারবারি মনিরকে আটক করা হয়েছে। তার বাসা থেকে দু’টি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ৩০টিরও বেশি স্থানে তাঁর বাড়ি ও প্লট রয়েছে।
এসএস//