সারাদেশ ডেস্ক : ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের করোনার টিকা বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ল্যানসেট চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত প্রাথমিক তথ্যে দেখা গেছে পরীক্ষামূলকভাবে টিকার যেসব ডোজ দেয়া হয়েছে সেগুলো বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াতে সক্ষম। এই বয়স্করা করোনার কারণে ঝুঁকিতে রয়েছেন।
দ্বিতীয় ধাপের ট্রায়ালে দেখা গেছে, বয়স্কদের পাশাপাশি কিশোর ও তরুণদের মধ্যেও একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম এ টিকা। এই গবেষণায় ৫৬০ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ২৪০ জনের বয়স ছিলো ৭০ বছরের বেশি।
গত মাসে বয়স্ক স্বেচ্ছাসেবকদের প্রকাশিত তথ্য প্রকাশ করা হয়। এর আগে জুলাইয়ে প্রকাশ করা হয়েছিল ১৮ থেকে ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের তথ্য। ওই সময় ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ার প্রমাণ পাওয়া যায়।
এসএস//
Leave a Reply