শিরোনাম:
নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নেমেছে
- Update Time : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে নেপালের বিপক্ষে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী।
এই ম্যাচকে ফাইনালের মর্যাদা দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আগে নেপালের বিপক্ষে জয় আত্মবিশ্বাস যোগান দিতে বড় ভূমিকা রাখবে মনে করেন তিনি।
বাংলাদেশ একাদশ: বিশ্বনাথ ঘোষ, মো. রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মো. নাবীব নেওয়াজ, ইয়াসিন খান, সুমন রেজা, মো. ইব্রাহীম, মানিক মোল্লা, সাদ উদ্দিন, আনিসুর রহমান।
নেপাল একাদশ: কিরণ চেমজং, রনজিৎ ধীমল, অনন্ত তামাং, বিকাশ খাওয়াস, শিরিং গুরুং, অঞ্জন বিশতা, আরিক বিশতা, সুজল শ্রেষ্ঠা, তেজ তামাং, ধার্ষান গুরুং, ভারত খাওয়াস।
এসএস//
Tag :