যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) হতে যাচ্ছে দেশের অন্যতম একটি পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুটি হলের কাজ শেষ হলে শিক্ষার্থীদের আর ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীন অবস্থায় থাকতে হবে না। ক্লাস ও পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করতে পারবেন তারা।
যশোরের অদূরে আমবটতলা এলাকায় প্রায় ৩৫ একরজুড়ে এ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।
২০০৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৭টি অনুষদের ২৬টি বিভাগে অধ্যয়নরত রয়েছে প্রায় চার হাজার শিক্ষার্থী। আগামী বছরের মার্চ মাসের মধ্যে পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে যবিপ্রবি।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা ২টি, ছাত্রছাত্রী উভয়ের জন্য ১টি করে হল রয়েছে। এছাড়াও নির্মাণাধীন আছে আরও দুটি আবাসিক হল। নতুন হল দুটিতে থাকছে পিএইচডিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা।
এসএস//
Leave a Reply