বিএনপির বিক্ষোভ কর্মসূচি
- Update Time : ০৭:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ফলাফল বাতিল ও বাস পোড়ানোর ঘটনায় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা-গ্রেফতারের প্রতিবাদে
কর্মসূচি দিয়েছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শনিবার ও পরদিন রোববার দুই দিনই বিক্ষোভ কর্মসূচি। শনিবার ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।
আজ শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কালকের ঘটনাগুলো ন্যক্কারজনক। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে সাহায্য করে না, ক্ষতিগ্রস্ত করে। আমরা যতটুকু খবর পেয়েছি, একটি টিভি চ্যানেলে খবরও প্রকাশ হয়েছে যে সরকারি দলের ছাত্রলীগের এক ছেলেকে গতকালের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। সে বলেছে, তাকে পয়সা-টয়সা দিয়ে নিয়ে এসেছে আওয়ামী লীগের লোকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি প্রকাশ হয়েছে।’
বিএনপির মহাসচিব রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারের এজেন্টদের অপকর্ম উল্লেখ করেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন, ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা জানান।
একই সঙ্গে গতকাল রাত থেকে রাজধানীতে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি ও অনেককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব।
এসএস//