ফিনল্যান্ডের কাছে ২-০ গোলে হারলো ফ্রান্স
- Update Time : ০১:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বুধবার প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে গেছে ফ্রান্স। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। মার্কাস ফর্স ও ওন্নি ভালাকারির গোলে লস ব্লুসদের বিপক্ষে প্রথম জয় পায় ফিনল্যান্ড।
ফ্রান্সের কাছে আগের আট ম্যাচের সবগুলো হেরে স্তাদে দে ফ্রান্সে নেমেছিল তারা।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বল দখলে আধিপত্য ধরে রেখেছিল। কিন্তু চোটে আক্রান্ত কাইলিয়ান এমবাপ্পে না থাকায় আক্রমণে ধার ছিল না তাদের। প্রথম সুযোগটাও পায় তারা। মার্কাস থুরামের হেড লাগে ক্রসবারে।
২৮তম মিনিটে ফিনল্যান্ডের প্রথম প্রচেষ্টা সফল হয়। কিপার স্টিভ মান্দান্দাকে খুব কাছ থেকে পরাস্ত করেন ফর্স। তিন মিনিট পর ২০ মিনিট দূর থেকে বাঁকানো শটে ভালাকারি ব্যবধান দ্বিগুণ করেন।
৫৭ মিনিটে আক্রমণভাগে অলিভার জিরুদ ও উইসাম বেন ইয়েডেরের বদলে মাঠে নামান অ্যান্থনি মার্শাল ও আতোঁয়ান গ্রিজমানকে। একই সময়ে মাঝমাঠ থেকে পল পগবাকে তুলে নিয়ে এনগোলো কাঁতেকে নামানো হয়। কিন্তু এই পরিবর্তন ম্যাচের ফল পাল্টাতে পারেনি। শেষ পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে উল্লাসে মাতে ফিনল্যান্ড।
এসএস//