শিরোনাম:
সাকিবের ফিটনেস পরীক্ষা হলো না
- Update Time : ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সাকিব আল হাসান সাড়ে ৮টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলে এলেন । সাড়ে ৯টায় রিপোর্টিং ছিল । ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ টায়। কিন্তু সূচী অনুযায়ী তার পরীক্ষা হলো না।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি।
আজ সোমবার প্রথম গ্রুপেই ছিল সাকিবের নাম। মাঠে এসে কিছু সময় শারীরিক কসরত করলেও হয়নি তার ফিটনেস পরীক্ষা।
বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার এ বিষয়ে বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট।
সাকিব কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়ে আজ সোমবার তিনি মাঠে আসেন।
এসএস//