শিরোনাম:
গোল করাতে এখন বেশি পছন্দ মেসির
- Update Time : ০৭:৪২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : লিওনেল মেসি যে সবসময় গোল করবে এমন প্রত্যাশা করা ঠিক নয় । কারণ তিনি এখন সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি পছন্দ করেন। তিনি একজন দলগত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। মেসি বার্সেলোনার ১৬ বছরের ক্যারিয়ারে ৭৩৪ ম্যাচ খেলে ৬৩৫ গোল করেছেন । লা লিগার গত মৌসুমে প্রমাণিত হয়েছে তিনি গোল করাতে বেশি পছন্দ করেন।
গত আসরে সতীর্থদের দিয়ে ২১ গোল করিয়েছেন তিনি।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘এখন আমি গোল করা নিয়ে কম আচ্ছন্ন। যত বেশি সম্ভব আমি এখন দলগত প্রচেষ্টায় অবদান রাখতে চাই।’ তিনি আরও বলেছেন, ‘এই মহামারির মধ্যে পানি, খাবার ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদা পূরণে আমাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে।’
বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় ১০ লাখ ইউরো দান করেছিলেন মেসি। যা হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকগুলোতে বণ্টন করা হয়েছে।
এসএস//