সারাদেশ ডেস্ক : কনকনে শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে লেপ তোষকের চাহিদা বেড়েই চলছে । শীতের শুরুতেই লেপ তোষক বানানোর কারিগররা ব্যস্ত হয়ে উঠেছেন লেপ-তোষক বানানোর কাজে।
শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। লেপ তোষক কারিগরদের বানানো প্রতিটির মজুরী হিসেবে তাদের ভাগ্যে জোটে ছোট-বড় অনুযায়ী ৩শ থেকে ৫শ টাকা পর্যন্ত। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তৈরি সিঙ্গেল তোষক ৪৫০ থেকে ৫৫০ টাকা এবং ডবল তোষক সাইজ অনুযায়ী ১২শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর শিমুল তুলা ছিল ৪শ টাকা কেজি, এবার বিক্রি হচ্ছে সাড়ে ৬শ টাকা। গার্মেন্টস ঝুট গত বছর ২৫/৩০ টাকা কেজি বিক্রি হলেও এবার ৫৫/৭০ টাকা বিক্রি হচ্ছে বলে জানান এক তোষক বিক্রেতা । অন্যান্য তুলাও কেজি প্রতি ২০/২৫ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা।
এসএস//
Leave a Reply