ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুপ্রিমকোর্টে আইনজীবীদের সমাবেশ
- Update Time : ০৯:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ০ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ওই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুপ্রিমকোর্টে মিছিল সমাবেশ করেছেন আইনজীবীরা।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউরাইটেড ল’ইয়ার্স ফন্ট এ সমাবেশ আয়োজন করে। সংগঠটির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন।
সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদ রাজনৈতিক বিবেচনায় অবৈধ সংসদ। তিনি বলেন, ১৯৭৩ সালে সংসদে বিরোধী দল ছিল না। এবারো বিরোধী দল নেই। এটা দ্বিতীয় বাকশাল।
সংগঠটির অন্যতম শীর্ষ নেতা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, আইনজীবীরা যে শপথ নিয়েছেন, এই শপথ বিফলে যাবে না। সুপ্রিমকোর্টের আইনজীবীরা যখন আন্দোলনে নেমেছে তাদের আন্দোলন বিফলে যাবে না। সারা দেশের মানুষ আন্দোলনে আসবে। সেই আন্দোলনে এই সরকারের পতন হবে।
ইউরাইটেড ল’ইয়ার্স ফন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, যে আগুন জালানো হয়েছে সেই আগুনে আওয়ামী লীগ দগ্ধ হবে। ডামি নির্বাচনের ক্ষমতা এক মাসও টিকবে না বলে মনে করেন এ আইনজীবী নেতা।
সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই নির্বাচন জনগণ মেনে নেবে না। জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের অন্যতম সমন্বয়ক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, তাবেদার মাফিয়া সরকারের সকল ষড়যন্ত্র গণতন্ত্রকামী জনতার আন্দোলনে পরাস্ত হবেই। কোন স্বৈরাচারী সরকার অতীতেও টিকতে পারেনি। চলমান লড়াইযে জনতার বিজয় অনিবার্য। এ লড়াই সংগ্রামে আইনজীবীরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত।
ইউনাইটেড লইয়ার্ ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব বলেন, জনতার বিস্ফোরণে এই ডামি সরকারের পতন হবে। প্রধানমন্ত্রী জনতার কাছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে।
সমাবেশে আরো বক্তৃতা করেন ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কনভেনর আইনজীবী শাহ আহমেদ বাদল,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, আইনজীবী নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল প্রমূখ।
সমাবেশে বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।
এমকে/এসএম//