মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেয়া বক্তৃতাকে কেন্দ্র করে দুই বিচারপতির পদত্যাগ দাবিতে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট।
বুধবার দুপুরে আইনজীবীরা কালো পতাকা নিয়ে বার ভবনের সামনে জমায়েত হন। পরে তারা হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি রাজপথে ছিলো।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচারপতিরা সাংবিধানিক শপথ নিয়ে রাজনৈতিক নেতাদের ভাষায় কথা বলবে। এটা আইনজীবীরা মেনে নেবে না।
বিক্ষোভ মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে জাতীয় ঈদগাহ রোডের সামনে দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল ভবনের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাত বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শপথবদ্ধ বিচারপতিদের উদ্দেশ্য বলেন, রাজনীতি করতে মন চাইলে বিচারপতি পদ ছেড়ে রাজনীতির খাতায় নাম লেখান। সরকার আর বেশি দিন ক্ষমতায় নেই। আয়ু কমে এসেছে। খবর আসতেছে এক মাসের মধ্যেই কোনো কিছু হয়ে যেতে পারে।
কালো পতাকা মিছিলের নেতৃত্বে ছিলেন জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টারকায়সার কামাল, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ।
একে/এসএ//
Leave a Reply