বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে ভূমিকা রাখতে আইনজীবী মাসুদ আর সোবহানের রিটের ওপর আদেশ কাল
- Update Time : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যায় ফাসিঁর দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের ফেরাতে ভূমিকা রাখতে সুপ্রিমকোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের রিটের ওপর আদেশ কাল দেবেন হাইকোর্ট।
বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ শুনানি নিয়ে কাল আদেশের জন্য রেখেছেন।
বিষয়টি নিয়ে রিটের পক্ষে আইনজীবী এডভোকেট এ.এফ.এম সাইফুল করিম সারাদেশকে বলেন, রিট পিটিশনার সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। মাসুদ আর সোবহান বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের বন্ধু ছিলেন। শেখ জামালও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে নির্মম হত্যাকান্ডের শিকার। এডভোকেট সাইফুল করিম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের মধ্যে ৫ খুনির সাজার রায় এখনো কার্যকর করা যায়নি। তারা পলাতক। তাদের খুঁজে দেশে এনে রায় কার্যকরে সরকার, পররাষ্ট্র দপ্তর চেষ্টা করছে। রিট পিটিশনার মাসুদ আর সোবহান দাবী করেন যে, সংশ্লিষ্টরা পলাতক খুনিদের ফিরিয়ে আনার গুরুত্ব আবেগ দিয়ে বুঝতে পারছেননা। খুনিদের ফিরিয়ে আনতে যে আর্জেন্ট ফোকাস এখানে প্রয়োজন তা পরিলক্ষিত হচ্ছে না। পিটিশনার তার প্রিয় বন্ধুকে হারিয়েছেন, জাতি তার স্থপতি, পিতাকে হারিয়েছেন। পিটিশনার মাসুদ আর সোবহান পলাতক খুনিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র দপ্তরকে গাইড করতে চান এবং সংশ্লিষ্টদের সাথে ভূমিকা রাখতে চান। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছেন।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইন সচিবকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। আদালতে রিটের পক্ষে আজ শুনানি করেন আইনজীবী এ.এফ.এম সাইফুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
ডিএএম/কেকে//