ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর প্রথম সভা অনুষ্টিত
- Update Time : ১১:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ০ Time View
মু: কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর প্রথম সভা অনুষ্টিত হয়েছে।
আইনজীবীদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে গঠিত এ সংগঠনের আহ্বায়ক সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধনী বক্তব্যে বলেন সারা বাংলাদেশে কমিটি করে‘ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টকে শক্তিশালী করে এই দানব সরকার কে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
কো-আহবায়ক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও বেগবান করতে হবে।
প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল বলেন ১০টি সাংগঠনিক বিভাগে অন্যান্য দলের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে কমিটি করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
সমন্বয়কারী এডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, আইনজীবীদের মর্যাদা রক্ষায় দেশব্যাপি একটি বৃহৎ পরিসরে আন্দেলনের প্ল্যাটফর্ম গঠনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
সমন্বয়কারী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, লুণ্ঠিত ভোটাধিকার, সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করাই হলো ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর মুল লক্ষ্য।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর দফতরের দায়িত্ব দেয়া হয় এডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে। প্রচার ও মিডিয়ার দায়িত্ব এডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অর্থ এডভোকেট গিয়াসউদ্দিন।
সোমবার ১২ জুন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের ১ নম্বর হলে কয়েকশ আইনজীবীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়।
নতুন এই সংগঠনের আহ্বায়ক সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। কো-আহ্বায়ক সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী।
৩৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ, এ.এম. মাহবুব উদ্দিন খোকন, জগলুল হায়দার আফ্রিক, গিয়াস উদ্দিন আহম্মেদ, গরীব এ নেওয়াজ, ড. ফরিদুজ্জামান ফরহাদ, সংগঠনের প্রধান সমন্বয়কারী কায়সার কামাল, সদস্য কে. এম. জাবির, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, আব্দুল জব্বার ভূইয়া, শাহ আহম্মেদ বাদল, রুহুল কুদ্দুস কাজল, ড. গোলাম রহমান ভুইয়া, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, শফি উদ্দিন ভূইয়া, ফাহিমা নাসরিন মুন্নী, সমন্বয়কারী সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম সজল এ.বি.এম. রফিকুল হক তালুকদার রাজাসহ ৩৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সকল সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এমকে/এসএস//