বিরোধী দলের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত : মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক
- Update Time : ১২:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, নির্দলীয় সরকার ব্যাবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের সকল বিরোধী দলের চলমান আন্দোলনের দাবীর যৌক্তিকতা আজ আবারো প্রমাণিত হলো।
তিনি বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করা বর্তমান সরকার আবারো তাদের গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নেতার শরীরকে রক্তাক্ত করেছে। সকল বিরোধী দলসহ বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশসমূহ বাংলাদেশে গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশ চায়। কিন্তু বর্তমান সরকার তাদের মসনদ টিকিয়ে রাখতে আজ্ঞাবহ পুতুল নির্বাচন কমিশন বসিয়ে নিজেদের লেজুরবৃত্তিক প্রশাসনকে ব্যবহার করছে। তারই নির্লজ্ব প্রমাণ হচ্ছে বরিশালে প্রহসনের সিটি নির্বাচন।
বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ফয়জুল করিমের গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা কর্মীদের মারধর করে নৌকার ব্যাজধারী নেতাকর্মীরা। মুফতি ফয়জুল করীম নিজেই সাংবাদিকদের এ অভিযোগ করেন।
রক্তাক্ত একজন প্রার্থী অদূরে দাড়িয়ে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সহযোগিতা পাননি। এমন প্রহসনের নির্বাচন আয়োজন করে বর্তমান নির্বাচন কমিশন গণধিকৃত কাজ করেছে। বাংলাদেশ কল্যাণ পার্টি মনে করে দেশের বিরোধী দলসমূহ যে যুগপৎ আন্দোলন করছে তার যথার্থতা আবারো প্রমাণিত হলো।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ও মহাসচিব আবদুল আউয়াল মামুন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জোড় দাবী জানান।
এএইচ/ডিএএম//