অবশেষে সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য সকলের কাছে গ্রহণযোগ্য উপ-কমিটি
- Update Time : ১১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি :
অবশেষে বাংলাদেশ জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামসহ সুপ্রিমকোর্টের আইনজীবীদের দাবী পূরণ হয়েছে।
২০২৩-২০২৪ সেশনের সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্টানে সকলের কাছে গ্রহণযোগ্য উপ-কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্টিত হবে। এ নির্বাচনে অনুষ্টানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী সমর্থক ৭ জন একটি উপ-কমিটি ঘোষণা দেয়। এরপর কার্যনির্বাহী কমিটিতে বিএনপি সমর্থক ৭ জনও পাল্টা উপ-কমিটি ঘোষণা দেন।
পাল্টাপাল্টি উপ-কমিটি ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে সুপ্রিমকোর্টের বিপুলসংখ্যক আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির ভাবমূর্তি রক্ষায় দলমত নির্বিশেষে সকল আইনজীবীর কাছে গ্রহণযোগ্য উপ-কমিটি নিশ্চিতের জন্য বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করছিলেন। এ দাবীর আলোকে সকলের কাছে গ্রহণযোগ্য উপ-কমিটি ঘোষিত হলো।
সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত উপ-কমিটির প্রধান হলেন-সাবেক বিচারপতি ও সিনিয়র এডভোকেট মোঃ মুনসুরুল হক চৌধুরী। তিনি কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। কমিটির অপর ৬ জন সদস্য হলেন-সুপ্রিমকোর্ট বার এর সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ মনিরুজ্জান, এডভোকেট বি এম ইলিয়াস কচি, সাবেক সহ-সভাপতি এডভোকেট এ এস এম মোকতার কবির খান, এডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ আসাদুজ্জামান মনির ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এস.এম গোলাম মোস্তফা তারা।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সম্পাদক আবদুন নূর দুলালের ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক করা হয় এডভোকেট শাহ খসরুজ্জামানকে। সদস্য করা হয়-বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুজ্জামান, অপূর্ব কুমার ভট্টাচার্য, আব্দুল মালেক, এস এম গোলাম মোস্তফা তারা, মো. আলতাফ হোসেন আমানি ও আবু নাসের স্বপনকে।
অপরদিকে সুপ্রিমকোর্ট বার এর সিনিয়র সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফের ঘোষিত বিএনপিপন্থীদের কমিটির আহ্বায়ক করা হয় ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদকে। সদস্য করা হয়-এ এস এম মোক্তার কবির খান, ড. মো. গোলাম রহমান ভূইয়া, মোহাম্মদ আশরাফ-উজ্জ-জামান খান, মাহমুদ হাসান, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মাহবুবুর রহমান খানকে।
আব্দুন নুর দুলাল একতরফা উপকমিটি গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সাধারন আইনজীবীদের নিয়ে লাগাতার আন্দোলনের মুখে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে অচলস্থাতা সৃষ্টি হয়।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টা এবং বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবীগন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে গেলে প্রধান বিচারপতির মধ্যস্থাতায় বিষয়টি সমাধান হয় এবং নির্বাচনের জন্য ইতোপূর্বে গঠিত বিতর্কিত কমিটি বাতিল করে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৭ সদস্যের ‘নির্বাচন সাব-কমিটি’ গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকলের কাছে গ্রহণযোগ্য সর্বসম্মত সিদ্ধান্তে উপ-কমিটি নিশ্চিতের বিজয় সাধারণ আইনজীবীদের আন্দোলনের ফসল। তিনি আশাপ্রকাশ করেন উপ-কমিটি আসন্ন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সফলভাবে সম্পন্ন করবে। উৎসবমুখর পরিবেশে সুপ্রমিকোর্টের আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণতন্ত্রের বিজয় হবে।
এমকে/ডিএএম//