সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশে প্রচার প্রদর্শন বন্ধে আনা রিটের ওপর শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ আদেশের জন্য কাল সোমবার দিন ধার্য রাখেন। কাল সকালে খাস কামরায় সিনেমাটি দেখে আদালত আদেশ দেবেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র এডভোকেট আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।
এডভোকেট আহসানুল করীম বলেন, ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে আমাদের সভ্য সমাজে যারা শিক্ষিত পরিবার তারা এসব পোশাক কখনও পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের র্যাব পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো ফ্ল্যাটফর্মে সিনেমাটা আসা উচিত না, তাই রিট করা হয়েছে। আদালত এ সিনেমা কাল সাড়ে ৯টায় দেখবেন। তারপর আদালত মতামত দেবেন বলে জানান এডভোকেট আহসানুল করীম।
রিটে তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিট আবেদনে ভারতে প্রযোজিত সিনেমা ফারাজ বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না-মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় ফারাজ। গত ১৯ জানুয়ারি রাজধানীর শাহজাদপুরে এলিগেন্টস হাইট টাওয়ারে আবন্তিকা কবির ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ দেশের প্লাটফর্মে মুক্তি না দেয়ার দাবি জানান। ২০২২ সালের ৩০ অক্টোবর লন্ডনের ফিল্ম ফেস্টিভালে ফারাজ সিনেমাটির স্ক্রিনিং করানো হয়। সেখানে রুবা আহমেদের এক প্রতিনিধি সিনেমাটি দেখেন। তিনি দেশে ফিরে রুবার আইনজীবীকে বলেন, সিনেমায় অবিন্তার চরিত্রের নাম আয়শা।
যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির অক্সফোর্ড কলেজের শিক্ষার্থী ছিলেন অবিন্তা কবির। ২০১৬ সালের জুন মাসে দেশে ফিরেছিলেন তিনি। গুলশানে হলি আর্টিজান বেকারিতে খেতে গিয়েছিলেন তিনি। সেদিন জঙ্গি হামলায় ফারাজের সঙ্গে তিনিও নিহত হন। তার স্মৃতি ধরে রাখতে ২০১৭ সালের ৪ মার্চ প্রতিষ্ঠা করা হয় ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’।
ডিএএম/কেকে//
Leave a Reply