নিজস্ব প্রতিবদেক:
নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার দাবী জানিয়েছেন
মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক
যুগপৎ আন্দোলনের সাথে ২০ দলীয় জোটের সমমনা ১১ দল সমর্থন জানিয়েছে। ৩০ ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোটের অংশ হিসেবেই।
শনিবার ১৭ ডিসেম্বর রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির কাউন্সিল পরবর্তী প্রথম নির্বাহী কমিটির সভায় পার্টির চেয়ারম্যান রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ ঘোষণা করেন।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া আর কোনও বিকল্প নেই। জনগণের দাবীর প্রতি যারাই অবহেলা করেছে তারাই ইতিহাসের আস্তাকুড়ে ঠাই নিয়েছে।
দিনব্যাপী এই বৈঠকে সমমনা দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে আসেন। বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রথম সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দল এর চেয়ারম্যান এডঃ সৈয়দ এহসানুল হুদা, জাগপার মহাসচিব প্রফেসর মো ইকবাল হোসেন।
পার্টির চেয়ারম্যান রণাংগণের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত মহাসচিব নূরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব (সমন্বয়) আবদুল্লাহ আল হাসান সাকিব ও ঢাকা দক্ষিণের সভাপতি আবু হানিফের ব্যবস্থাপনায়, সহ-সভাপতি আলী হোসেন ফরায়েজি, ফয়সাল মেহেদী, শাহানা শিলা, মাহমুদ খান, শামশুদ্দিন পারভেজ, জাহিদ আবেদিন, মাহবুবুর রহমান শামীম, কাজী ওবায়দুল হক সিরাজী, ইবরাহীম খান সাদাত, জাকারিয়া, ফয়েজুল্লাহ, ডা. এনায়েত, আবু ইউসুফ, জামাল উদ্দীন, এনামুল প্রমুখ সভায় দায়িত্ব পালন করেন।
পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন ভার্চুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন ৩০ ডিসেম্বর গণতন্ত্রের জন্য কালো দিন। এর সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের যোগসূত্র আছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে। এইদিন বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচনের পরিবেশ তৈরি, সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে সরকার বিরোধী রাজনৈতিক দলসমূহ এ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বলে জানানো হয়।
নির্বাহী কমিটির সভায় চলমান আন্দোলনকে বেগবান করতে নানামুখী পদক্ষেপ নেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানানো হয়েছে।
ডিএএম/কেকে//
Leave a Reply