মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার,
বিশেষ প্রতিনিধি :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের গণতন্ত্রকে গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত এই বিক্ষোভ-সমাবেশ পালন করে মৌলভীবাজার জেলা বিএনপি, দলের অঙ্গ ও সহযোগি সংগঠন।
ফয়জুল করিম ময়ুন বলেন, ১০ তারিখের সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে জনগন লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে,।তারা জীবন দিতে প্রস্তুত আছে বিনাভোটের সরকারের পতন ঘটানোর জন্য।
ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ এবং যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জ্বল বলেন, ৭ ডিসেম্বর ঢাকায় আমাদের পার্টি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা অবস্থান করছিল। পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে,হামলা-গ্রেফতার করেছে। সরকার ভেবেছিল ১০ তারিখের সমাবেশ বিএনপি করতে পারবে না। সমাবেশ তারা বানচাল করতে পারবে। কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মী সাধারণ মানুষকে নিয়ে সরকারের বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে।
জেলা বিএনপির নেতারা বলেন, ৭ ডিসেম্বর রাত তিনটার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়। এই গ্রেফতার শুধু কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার নয়, গণতন্ত্রকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার, দমন-পীড়ন গণতন্ত্রের ওপর আঘাত। মৌলভীবাজার জেলাসহ সারাদেশে গায়েবি মামলা দেয়া হয়েছে। কিন্তু সমাবেশ প্রমাণ করেছে মামলা-হামলা, গায়েবি মামলা দিয়ে জনগনের আন্দোলন দমানো যাবে না।
আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রঘোষিত গণমিছিলে দলে-দলে বিএনপির নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ, সহসভাপতি হেলু মিয়া, সহসভাপতি বদরুল আলম, প্রথম যুগ্ন সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাউর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
এসএস/কেকে//
Leave a Reply