Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

বিএনপির ১৮০ নেতাকর্মীর আগাম জামিন

  • Update Time : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১ Time View

সারাদেশ ডেস্ক: 

আওয়ামী লীগের অফিসে হামলা, গাড়ী ভাংচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে মানিকগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা পৃথক চার মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮০ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আদালতে এদিন তাদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি শহরের সেওতা এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি খালপাড় এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওই রাতেই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লিটন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে, বেগমগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০-৯০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত বুধবার (৩১ আগস্ট) রাতে উপ-পরিদর্শক মাহবুব বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানার মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলমকে। ওই মামলার ৬০ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিএনপি ও সহযোগী সংগঠনের

৬০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, গত ২৯ আগস্ট নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড় এলাকায় বিএনপির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেছে। মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

আবার একই সময় আওয়ামী লীগের মারধর ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেছেন।

এ মামলায়ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় আরও ৪০০ থেকে ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে। পৃথক দুটি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৬০জন নেতাকর্মীর ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপির ১৮০ নেতাকর্মীর আগাম জামিন

Update Time : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

সারাদেশ ডেস্ক: 

আওয়ামী লীগের অফিসে হামলা, গাড়ী ভাংচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে মানিকগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা পৃথক চার মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮০ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আদালতে এদিন তাদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি শহরের সেওতা এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি খালপাড় এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওই রাতেই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লিটন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে, বেগমগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০-৯০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত বুধবার (৩১ আগস্ট) রাতে উপ-পরিদর্শক মাহবুব বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানার মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলমকে। ওই মামলার ৬০ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিএনপি ও সহযোগী সংগঠনের

৬০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, গত ২৯ আগস্ট নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড় এলাকায় বিএনপির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেছে। মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

আবার একই সময় আওয়ামী লীগের মারধর ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেছেন।

এ মামলায়ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানসহ ২২৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় আরও ৪০০ থেকে ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে। পৃথক দুটি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৬০জন নেতাকর্মীর ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।