বিনোদন ডেস্ক:
২০২০ সালে টেইলর সুইফটের জোড়া অ্যালবাম মুক্তি পায়। তবে কোনোটাই আগের অ্যালবামগুলোর মতো সাফল্য পায়নি। গায়িকার ভক্তদের চোখ ছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) আসরে।
গায়িকা এবারের আসরে মনোনীত হয়েছিলেন নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ দিয়ে। তবে ভিএমএর আসরে কেবল পুরস্কার নয়, ভক্তদের জন্য নতুন চমকও হাজির করেছেন সুইফট।
গত রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের দশম অ্যালবামের ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। গায়িকা জানিয়েছেন, ‘মিডনাইটস’ অ্যালবামটিতে থাকবে ১৩টি গান। তবে গানগুলোর জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। আগামী ২১ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে।
এদিন চোখধাঁধানো রুপালি রঙের পোশাকে এসেছিলেন সুইফট। ভিএমএর আসরের সর্বোচ্চ পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ জেতেন তিনি। কেবল এটিই নয়, জিতেছেন আরও দুই পুরস্কার। মঞ্চে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন অ্যালবামের কথা জানান তিনি।
টেইলর সুইফট ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি খুবই গর্বিত, আমরা কিছু করতে যাচ্ছি। আপনাদের জন্য এমন কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাতে যাচ্ছি না, যা আপনাদের জন্য নয়।’ কথা বলার সময় দর্শকসারিতে থাকা দর্শকেরা তখনো কৌতূহলের কিছুই বুঝে উঠতে পারছিলেন না। আসলে কী বলতে যাচ্ছেন এই গায়িকা।
তবে উপস্থিত দর্শকদের বুঝে উঠতে বেশি সময় লাগল না। টেইলর সুইফ আবার বলতে থাকেন, ‘আমার অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করতে পারব না, এটা শ্রোতারা না–ও গ্রহণ করতে পারেন। যদিও আপনারা সব সময় সাহস জুগিয়েছেন। আজকের এই চমৎকার মুহূর্তে আমি আপনাদের জানাচ্ছি, আমার নতুন অ্যালবাম এই বছরই আসছে। আমি আপনাদের মধ্যরাতের কিছু গল্প শোনাব।’
পরে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে টেইলর সুইফট সুখবরটি ভাগাভাগি করেন। অ্যালবামে ১৩টি গান কীভাবে সাজিয়েছেন, সেই পরিকল্পনাও জানান। গানগুলো নিয়ে পপ তারকা লিখেছেন, ‘“মিডনাইটস”, আমার জীবনে ছড়িয়ে থাকা ১৩টি ঘুমহীন রাতের গল্প।’
এই গায়িকা ২০০৬ সালে ‘টেইলর সুইফট’ নামে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। সর্বশেষ ২০২০ সালে ‘এভারমোর’ নামে অ্যালবাম প্রকাশ পেয়েছিল।
Leave a Reply