ধর্ষণ মামলা করে নিজেই জেলে গেলেন নারী

- Update Time : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১১ Time View
সারাদেশ ডেস্ক :
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন এক নারী। কিন্তু তদন্তে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করে প্রতিপক্ষ।
এবার সেই মামলায় ওই নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঘটনাটি চট্টগ্রামের মীরসরাই উপজেলার। বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।
কারাগারে যাওয়া নারীর নাম কনিকা রানী দাশ। তিনি মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার চরশরত এলাকার মগাদিয়ার হীরা লাল দাশের স্ত্রী।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল বলেন, ৭ আগস্ট কনিকা দাশ ও তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে মানহানির অভিযোগে একটি মামলা করেন জোরারগঞ্জ এলাকার ব্যবসায়ী জীবন কৃষ্ণ দাশ। এ মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান কনিকা। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২০২০ সালের ৯ নভেম্বর জীবন কৃষ্ণের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন কনিকা। পরে বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয় আদালত। তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি জানিয়ে গত বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এরপর মামলাটি খারিজ করে দেয় আদালত।