সারাদেশ ডেস্ক :
অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সহকারী অথরাইজ অফিসার মো. আলী আজম মিয়ার ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
এ রায়ে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে মো. আলী আজম মিয়াকে একটি ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। পাশাপশি অসাধু উপায়ে অর্জিত অর্থদণ্ডের এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে।
এ ছাড়া রায়ে আরেক ধারায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আদালতের অনুপস্থিত থাকায় আলী আজম মিয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর আগে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন ২০১৭ সালের ১৩ এপ্রিল রমনা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
মো. আলী আজম মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার থানার শাহ্ধারী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
Leave a Reply