সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
জ্বলানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা,সারাদেশে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার ২৩ আগষ্ট দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। এতে কয়েক’শ আইনজীবী অংশ নেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্ততা করেন আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান।
সমাবেশে অংশ নেন-ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবেদ রাজা, আইনজীবী নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সুপ্রিমকোর্ট বারের কোষাধ্যক্ষ মো: কামাল হোসেন, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, এডভোকেট হুমায়ুন কবির, এডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন, মো: আক্তারুজ্জামান, এ এইচএম কামরুজ্জামান মামুন, মোস্তাফিজুর রহমান, আইয়ূব আলী অশ্রাফী, সালমা সুলতানা, কে আর খান পাঠান, মো: মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম, সোহাগ হোসেন, মাসুদ রানা প্রমুখ।
এডভোকেট ফজলুর রহমান বলেন, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আইনের শাসন কায়েম ও গনতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজ যেকোনো ত্যাগে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, জনগনের প্রতি দরদ থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হতোনা। সরকার কে কোথা থেকে চালাচ্ছে সরকারের মন্ত্রীরাই তা স্পষ্ট করছেন। তিনি বলেন, যে ত্যাগ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি-সে দেশকে আজ ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বর্তমান সরকার।
ফজলুর রহমান বলেন, দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন ফিরিয়ে আনতে শেখ হাসিনা সরবারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এজন্য তিনি আইনজীবীসহ সকলকে শপথ নিয়ে লড়াইয়ে নামতে আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, গণতন্ত্র চায় এমন কোনো মানুষ এ দেশে এখন আর নিরাপদ নয়। গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। ডাক্তার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বললেও সরকার অনুমতি দেয়নি, দিচ্ছে না।
বক্তারাব বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, কারণ এ সরকারের ভয়, খালেদা জিয়া বের হলে তাকে সামাল দিতে পারবে না। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। বক্তাতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি, সবাইকে জেগে উঠতে হবে, নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেয়া হবে না। মানুষের অধিকার আদায়ে আন্দোলনের মাধ্যমে ভয়াবহ এই দানবীয় সরকারকে হটাতে হবে। এই আন্দোলনে আইনজীবীরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত বলে সংকল্প ব্যক্ত করেন আইনজীবী নেতৃবৃন্দ।
ডিএএম/কেকে//
Leave a Reply