নায়িকা পরীমনি-রাজের পুত্র সন্তান
- Update Time : ০৭:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১ Time View
বিনোদন প্রতিবেদক :
অবশেষে কাটলো প্রতীক্ষা। বাবা-মা হয়েছেন অভিনেতা চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজ। তাদের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করেছেন। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’
ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনী। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
পরাণ সিনেমাসহ বেশকটি সিনেমায় অভিনয়ে জন্য আলোচিত হয়েছেন শরিফুল রাজ। অপরদিকে গ্লামারাস নায়িকা পরীমনি অভিনয় ও ব্যক্তিগত নানা ঘটনায় আলোচিত ও সমালোচিত হয়েছেন। তাকে কারাগারেও যেতে হয়েছে। এখন তাকে মামলা মোকাবেলা করতে হচ্ছে।
ডিএএম/কেকে//