সারাদেশ ডেস্ক : দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলা আইইএম ইউনিটের প্রজেকশনিস্ট আক্তারুজ্জামান খাঁনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পরিবার পরিকল্পনা অধিদফতর।
গত বুধবার অধিদফতরের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আক্তারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) ও (গ) বিধি মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদফতরে গত ৮ জুলাই প্রথম কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
আক্তারুজ্জামান সেই নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগসমূহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিবেদনে তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব করা হয়।
পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আক্তারুজ্জামান দ্বিতীয় নোটিশেরও জবাব দেননি। পরে বিভাগীয় মামলায় আনা অভিযোগ, তদন্ত প্রতিবেদন এবং আনুষঙ্গিক অন্যান্য রেকর্ড পর্যালোচনা করে আক্তারুজ্জামানকে অননুমোদিত অনুপস্থিতির তারিখ অর্থাত্ ২০১৯ সালের ৪ নভেম্বর থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। আক্তারুজ্জামান ১৯৯৪ সালে চাকরিতে যোগদান করেন।
এসএস//
Leave a Reply