শিরোনাম:
দুদকের উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ
- Update Time : ০৭:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৪(২) প্রদত্ত ক্ষমতাবলে তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।
মোঃ শরীফ উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ ছিলো বলে দুদক সূত্র জানায়।
মোঃ শরীফ উদ্দিন দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত থাকাকালে নানান অনিয়ম ও দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন বলে গনমাধ্যমে প্রতিবেদন এসেছে। তাছাড়া তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী দুদকে লিখিত অভিয়োগ করেছেন।
এসএম/কেকে//