Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

প্রখ্যাত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জন্য এক মিনিট নীরবতা: শওকত মাহমুদ

  • Update Time : ০৮:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • / ১ Time View

শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব :
এক-একটা মানুষ থাকেন যাঁদের জীবনযাপনই ক্রমে একটা আদর্শে পরিণত হয়। একএকজন থাকেন যাঁরা এমনভাবে বাঁচেন যে, ব্যক্তিকে অতিক্রম করে তাঁদের সেই বাঁচা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এমনই একজন রিয়াজউদ্দিন আহমেদ।

ভাবীকালকে ভরসা করার মত জীবনাদর্শ রেখে গেছেন। গত ২৫ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সমসময়ের অন্যতম বুদ্ধিজীবী ফরহাদ মযহার এক স্মরণীয় বক্তৃতায় বলছিলেন, “এ মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রধান রাজনৈতিক সংকট হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা। এর বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত করাই প্রধান কাজ।”

বিএফইউজে আয়োজিত সে সভায় প্রধান অতিথি হবার কথা ছিল সর্বমান্য সাংবাদিক নেতা অগ্রগণ্য সম্পাদক ফ্যাসিজমের চাক্ষুষ সাক্ষী রিয়াজউদ্দিন আহমেদের। ওই বীভৎসতার পতনে কতই না উচ্চাকাঙ্ক্ষা। সভা চলাকালে করোনায় আক্রান্ত রিয়াজ ভাই হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় পরপারের পথে। সভা শেষ, এল তাঁর প্রস্থান-সংবাদ। পাশে কেউ ছিল না। থাকার কথাও নয়। নি:সঙ্গ মৃত্যুই কি সাংবাদিকদের নিয়তি? ৭৬ বয়সে বুড়ো না হয়েই তরতাজা অমন মানুষটা চলে গেলেন।

তাঁর স্মৃতিটা ধ্রুবকের মতো আসে। উপমহাদেশের জটিল ব্যাধি অগণতান্ত্রিকর বিরোধিতায় তিনি ছিলেন আগাগোড়াই সোচ্চার।

আস্তিন গুটিয়ে চেঁচামেচির প্রতিবাদ নয়, বরং সাংবাদিকতার প্রণালীতে। ফ্যাসিবাদ তাঁকে ঘিরে চরকি কেটেছে কিন্তু টলাতে পারেনি। তাঁর সর্বশেষ দৈনিক ‘দি ফিনান্সিয়াল হ্যারল্ড’ এর ডিক্লারেশন পেতে ঢের উদ্বেগ ব্যয় করতে হয়েছে। সত্য বনাম শব্দ, ব্যক্তি স্বভাব বনাম রাজনৈতিক কর্তব্য ইত্যাকার দ্বন্দ্বে কঠিন অথচ বিবেকী বিকল্প বেছে নেওয়ার দুরূহ শিক্ষা আয়ও করেছিলেন তিনি।

মধ্যপন্থা তাঁর প্রিয় আচরণ। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার আয়াত সংখ্যা ২৮৬। ঠিক মধ্যবর্তী আয়াত ১৪৩ এ মহান আল্লাহ বলছেন যে, উম্মতে মোহাম্মদী মধ্যপন্থার লোক। চটজলদি মনে হতে পারে, এর অর্থ হচ্ছে সবদিকে থাকা, করণীয় নির্ণয়ে মাঝামাঝি থাকা। গোবেচারা ভদ্রলোকি। কিন্তু মুফাসসিরগণ ব্যাখ্যায় জানান, এর মানে আত্মিক ও চারিত্রিক ভারসাম্য বিধান। আল্লাহ’র নির্দেশাবলী প্রতিপালনে মনমগজ-কর্মের ভারসাম্য রক্ষা। ইসলামে ফরযের গুরুত্ব বেশি।

সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার কর্তব্যটুকু প্রধান। এর জন্য প্রয়োজন মতপ্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতা ছাড়া কিভাবে ভালকে ভাল মন্দকে মন্দ বলা যায়। ওই জায়গায় রিয়াজ ভাই দৃঢ় সংকল্প এবং জীবনভর তাই করে গেছেন। তাঁর সুস্থির মূল্যবোধ এবং অন্তগূঢ় আদর্শবাদ আমাদেরকে মুগ্ধ ও প্রাণিত করে।

‘সত্যের সন্ধানে প্রতিদিন’ বইয়ে রিয়াজ ভাই সাংবাদিকতার আয়নায় স্বৈরশাসনের বীভৎসতা তুলে ধরেছেন। ক্ষণে ক্ষণে গণঅভ্যুত্থানেরও গণতন্ত্রের বিজয়ে আশান্বিত। বইটি উৎসর্গ করেছেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার জন্য যাঁরা সংগ্রাম করেছেন তাঁদের উদ্দেশ্যে।’

তাঁর বিমর্ষ বয়ান-স্বৈরাচারের থাবায় মুখ থুবড়ে পড়েছে গণতন্ত্র। লংঘিত হয়েছে মানবাধিকার আর সংবাদপত্রের স্বাধীনতা লাখো শহীদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে স্বাধীনতার উষালগ্নে।’

আরেক বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের সেই দীর্ঘশ্বাস“ জীবনের এতটা পথ হাঁটলাম, কিন্তু আলোর দেখা পেলাম না, (একালের বয়ান)। এর শরীকানা রিয়াজ ভাইয়েরও। তাঁর আশার জায়গা ছিল প্রেস ক্লাব। প্রায়ই বলতেন ‘স্বৈরাচারের সমুদ্রে প্রেস ক্লাব গণতন্ত্রের এক দ্বীপ’। বেগম জিয়া ও শেখ হাসিনার সঙ্গে ভাল সম্পর্ক ছিল। বেগম জিয়ার মিডিয়া উপদেষ্টাও হয়েছিলেন।

১৯৬৮তে পাকিস্তান অবজার্ভার-এ রিপোর্টার হিসেবে যোগদান, পরের বছর পুর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরি সদস্য হওয়া, অবজার্ভার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া, ’৭৩ থেকে ’৭৮ পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক, পরে বিএফইউজের মহাসচিব ও সভাপতি। তারপরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং তাঁর সঙ্গে আমার সাধারণ সম্পাদকত্ব। রিয়াজ ভাইয়ের জীবনটা উদ্ভাসিত দেখি সত্তর দশকে। যখন তাঁর সাংবাদিকতা ও শরীরী যৌবনটা পেখম মেলেছে।

আমাদের জীবনে সত্তর দশকটাই দেখেছি সৃষ্টিশীলতা আর মানবিক বিপর্যয়ের দশক। স্বাধীনতা যুদ্ধ ও আন্দোলনের আখ্যান-ব্যাখ্যানে সাংবাদিক সমাজের বীরোচিত ভূমিকা সর্বজনবিদিত স্বাধীনতার পর সংবাদপত্র দলন, সাংবাদিক নির্যাতন, জরুরি অবস্থা, বিশেষ ক্ষমতা আইন, একদলীয় শাসন ব্যবস্থা, চারটি বাদে সকল দৈনিকের বিলুপ্তির বিরুদ্ধে নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরী, কামাল লোহানি ও রিয়াজউদ্দিন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ করেছেন।

কান্না ও ক্রোধের মধ্যে বাকশালে কিভাবে যোগ দিয়েছেন, সেই স্বীকারোক্তি তাঁর গ্রন্থে উল্লেখিত আছে। ওই সত্তর দশকটা আমাদের ও ভারতের বাংলাভাষীদের জন্য গেছে মানবিকতার চরম বিপর্যয়ে। আমাদের কবিরা বলছেন- ভাত দে হারামজাদা।

জাতিকে রাজাকার বানানোর অপচেষ্টার বিরুদ্ধে সংবাদপত্রের শিরোনাম হচ্ছে, সিক্সটি মিলিয়ন কোলাবরেটর্স ওদিকে জরুরি অবস্থার পাকে-বিপাকে ভারতীয় গণতন্ত্রও অস্থির। সমাজ ও রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রায় বিলুপ্ত। নকশালি অভিঘাতে চিন্তার নতুন তরঙ্গ। ‘অগ্নিগর্ভ’ উপন্যাসে মহাশ্বেতা দেবীর নায়ক বসাই ঢুডু বিশ্বাস করছে- ‘বিপ্লব ও সমাজবাদ ল্যাম্পপোস্টের আড়ালে দাঁড়িয়ে আছে। ডেকে আনলেই হয়।’ সত্তরে রিয়াজ ভাই যে সব জিজ্ঞাসার জবাব পাননি, মৃত্যুকালেও সে সবের উত্তর পাননি। সেই স্বৈরাচার এখন একশ গুণ বেশি কুৎসিত কদর্য। এখনও মনে হয়, রাজনীতির ইতিহাসে গণ-অভ্যুত্থানটা অপেক্ষমান রাস্তার ওপারে। তখন ও এখন ফোর্সড সাইলেন্স ছিল যত দুর্বহ, ফোর্সড ইলোকোয়েন্স ছিল তার চেয়ে বেশি যন্ত্রণাময়।

জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রে আমাদের পূর্বসুরীরা ‘জাতীয় মুক্তি সংগ্রাম’ শব্দ তিনটি এনেছেন অনেক ভেবে চিন্তেই। এর সংজ্ঞায় সময় ও সমাজ বারবার সঞ্জিবনী সংযোজন করে। কিন্তু জীবনের সত্য যার যার তার তার। রাষ্ট্র, জনঅধিকার এবং বাংলাদেশে সাংবাদিকতার আমূর্মমূলজানা রিয়াজ ভাইয়ের জন্য মুক্তকণ্ঠ অভিবাদন। দুঃসাহসী মনীষায় সত্যের অনুসন্ধান করে গেছেন। কী সমীহ ও সম্ভ্রমযোগ্য করে গেছেন আপন পরিচয়কে। যথাসময়ে রিয়াজ ভাই যোগ্য স্বীকৃতি পেলেন না অথবা সরকারের শোকবাণী অথবা প্রেস ক্লাবের শোকসভাটি নীরবেই হল না, কোনও অদূর ভবিষ্যতে, প্রত্নতত্ত্বের মতো ওপর মাটিতে এসে সম্মানের আলোয় উদ্ভাসিত হবেন, তেমন দুরসঞ্চারী আশা রিয়াউদ্দিন আহমেদে ছিল না।

পঞ্চাশ দশকের উল্লেখযোগ্য কবি মানস রায় চৌধুরীর পংক্তিমালা হতে পারে এই প্রয়াণলেখের উপসংহার।

‘তুমি এত তাড়াতাড়ি ছবি হয়ে যাবে কখনো ভাবিনি
আকাশ, শৈশব দূরসুরভীর অবক্ষয়ে
ইন্দ্রিয়ের অননোভূতিতে জেগে থাকবে এওতো ভাবিনি
যেন স্টিয়ারিং-এ হাত রেখে হঠাৎ তোমার ঘুম পাওয়া
এত নিদ্রালস কখনো তোমাকে আমি ভাবতে শিখিনি
এবং
এক মিনিট, এক মিনিট তোমার জন্য নীরবতা।
কপাল বেয়ে রক্ত চুয়োয়, শিরদাঁড়ায় বিদ্ধ ত্রিশূল
কত আনব মুহূর্তের সম্বনয়ে একটি মিনিট
তোমার জন্য হেঁটমুন্ডে দাড়িয়ে আছি সভাস্থলে
হৃদপিন্ডে ষাটটি পথের (ষাট বছর)। এক মিনিটের নীরবতা।

ডিএএম/কেকে//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রখ্যাত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জন্য এক মিনিট নীরবতা: শওকত মাহমুদ

Update Time : ০৮:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব :
এক-একটা মানুষ থাকেন যাঁদের জীবনযাপনই ক্রমে একটা আদর্শে পরিণত হয়। একএকজন থাকেন যাঁরা এমনভাবে বাঁচেন যে, ব্যক্তিকে অতিক্রম করে তাঁদের সেই বাঁচা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এমনই একজন রিয়াজউদ্দিন আহমেদ।

ভাবীকালকে ভরসা করার মত জীবনাদর্শ রেখে গেছেন। গত ২৫ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সমসময়ের অন্যতম বুদ্ধিজীবী ফরহাদ মযহার এক স্মরণীয় বক্তৃতায় বলছিলেন, “এ মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রধান রাজনৈতিক সংকট হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা। এর বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত করাই প্রধান কাজ।”

বিএফইউজে আয়োজিত সে সভায় প্রধান অতিথি হবার কথা ছিল সর্বমান্য সাংবাদিক নেতা অগ্রগণ্য সম্পাদক ফ্যাসিজমের চাক্ষুষ সাক্ষী রিয়াজউদ্দিন আহমেদের। ওই বীভৎসতার পতনে কতই না উচ্চাকাঙ্ক্ষা। সভা চলাকালে করোনায় আক্রান্ত রিয়াজ ভাই হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় পরপারের পথে। সভা শেষ, এল তাঁর প্রস্থান-সংবাদ। পাশে কেউ ছিল না। থাকার কথাও নয়। নি:সঙ্গ মৃত্যুই কি সাংবাদিকদের নিয়তি? ৭৬ বয়সে বুড়ো না হয়েই তরতাজা অমন মানুষটা চলে গেলেন।

তাঁর স্মৃতিটা ধ্রুবকের মতো আসে। উপমহাদেশের জটিল ব্যাধি অগণতান্ত্রিকর বিরোধিতায় তিনি ছিলেন আগাগোড়াই সোচ্চার।

আস্তিন গুটিয়ে চেঁচামেচির প্রতিবাদ নয়, বরং সাংবাদিকতার প্রণালীতে। ফ্যাসিবাদ তাঁকে ঘিরে চরকি কেটেছে কিন্তু টলাতে পারেনি। তাঁর সর্বশেষ দৈনিক ‘দি ফিনান্সিয়াল হ্যারল্ড’ এর ডিক্লারেশন পেতে ঢের উদ্বেগ ব্যয় করতে হয়েছে। সত্য বনাম শব্দ, ব্যক্তি স্বভাব বনাম রাজনৈতিক কর্তব্য ইত্যাকার দ্বন্দ্বে কঠিন অথচ বিবেকী বিকল্প বেছে নেওয়ার দুরূহ শিক্ষা আয়ও করেছিলেন তিনি।

মধ্যপন্থা তাঁর প্রিয় আচরণ। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার আয়াত সংখ্যা ২৮৬। ঠিক মধ্যবর্তী আয়াত ১৪৩ এ মহান আল্লাহ বলছেন যে, উম্মতে মোহাম্মদী মধ্যপন্থার লোক। চটজলদি মনে হতে পারে, এর অর্থ হচ্ছে সবদিকে থাকা, করণীয় নির্ণয়ে মাঝামাঝি থাকা। গোবেচারা ভদ্রলোকি। কিন্তু মুফাসসিরগণ ব্যাখ্যায় জানান, এর মানে আত্মিক ও চারিত্রিক ভারসাম্য বিধান। আল্লাহ’র নির্দেশাবলী প্রতিপালনে মনমগজ-কর্মের ভারসাম্য রক্ষা। ইসলামে ফরযের গুরুত্ব বেশি।

সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার কর্তব্যটুকু প্রধান। এর জন্য প্রয়োজন মতপ্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতা ছাড়া কিভাবে ভালকে ভাল মন্দকে মন্দ বলা যায়। ওই জায়গায় রিয়াজ ভাই দৃঢ় সংকল্প এবং জীবনভর তাই করে গেছেন। তাঁর সুস্থির মূল্যবোধ এবং অন্তগূঢ় আদর্শবাদ আমাদেরকে মুগ্ধ ও প্রাণিত করে।

‘সত্যের সন্ধানে প্রতিদিন’ বইয়ে রিয়াজ ভাই সাংবাদিকতার আয়নায় স্বৈরশাসনের বীভৎসতা তুলে ধরেছেন। ক্ষণে ক্ষণে গণঅভ্যুত্থানেরও গণতন্ত্রের বিজয়ে আশান্বিত। বইটি উৎসর্গ করেছেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার জন্য যাঁরা সংগ্রাম করেছেন তাঁদের উদ্দেশ্যে।’

তাঁর বিমর্ষ বয়ান-স্বৈরাচারের থাবায় মুখ থুবড়ে পড়েছে গণতন্ত্র। লংঘিত হয়েছে মানবাধিকার আর সংবাদপত্রের স্বাধীনতা লাখো শহীদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে স্বাধীনতার উষালগ্নে।’

আরেক বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের সেই দীর্ঘশ্বাস“ জীবনের এতটা পথ হাঁটলাম, কিন্তু আলোর দেখা পেলাম না, (একালের বয়ান)। এর শরীকানা রিয়াজ ভাইয়েরও। তাঁর আশার জায়গা ছিল প্রেস ক্লাব। প্রায়ই বলতেন ‘স্বৈরাচারের সমুদ্রে প্রেস ক্লাব গণতন্ত্রের এক দ্বীপ’। বেগম জিয়া ও শেখ হাসিনার সঙ্গে ভাল সম্পর্ক ছিল। বেগম জিয়ার মিডিয়া উপদেষ্টাও হয়েছিলেন।

১৯৬৮তে পাকিস্তান অবজার্ভার-এ রিপোর্টার হিসেবে যোগদান, পরের বছর পুর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরি সদস্য হওয়া, অবজার্ভার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া, ’৭৩ থেকে ’৭৮ পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক, পরে বিএফইউজের মহাসচিব ও সভাপতি। তারপরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং তাঁর সঙ্গে আমার সাধারণ সম্পাদকত্ব। রিয়াজ ভাইয়ের জীবনটা উদ্ভাসিত দেখি সত্তর দশকে। যখন তাঁর সাংবাদিকতা ও শরীরী যৌবনটা পেখম মেলেছে।

আমাদের জীবনে সত্তর দশকটাই দেখেছি সৃষ্টিশীলতা আর মানবিক বিপর্যয়ের দশক। স্বাধীনতা যুদ্ধ ও আন্দোলনের আখ্যান-ব্যাখ্যানে সাংবাদিক সমাজের বীরোচিত ভূমিকা সর্বজনবিদিত স্বাধীনতার পর সংবাদপত্র দলন, সাংবাদিক নির্যাতন, জরুরি অবস্থা, বিশেষ ক্ষমতা আইন, একদলীয় শাসন ব্যবস্থা, চারটি বাদে সকল দৈনিকের বিলুপ্তির বিরুদ্ধে নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরী, কামাল লোহানি ও রিয়াজউদ্দিন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ করেছেন।

কান্না ও ক্রোধের মধ্যে বাকশালে কিভাবে যোগ দিয়েছেন, সেই স্বীকারোক্তি তাঁর গ্রন্থে উল্লেখিত আছে। ওই সত্তর দশকটা আমাদের ও ভারতের বাংলাভাষীদের জন্য গেছে মানবিকতার চরম বিপর্যয়ে। আমাদের কবিরা বলছেন- ভাত দে হারামজাদা।

জাতিকে রাজাকার বানানোর অপচেষ্টার বিরুদ্ধে সংবাদপত্রের শিরোনাম হচ্ছে, সিক্সটি মিলিয়ন কোলাবরেটর্স ওদিকে জরুরি অবস্থার পাকে-বিপাকে ভারতীয় গণতন্ত্রও অস্থির। সমাজ ও রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রায় বিলুপ্ত। নকশালি অভিঘাতে চিন্তার নতুন তরঙ্গ। ‘অগ্নিগর্ভ’ উপন্যাসে মহাশ্বেতা দেবীর নায়ক বসাই ঢুডু বিশ্বাস করছে- ‘বিপ্লব ও সমাজবাদ ল্যাম্পপোস্টের আড়ালে দাঁড়িয়ে আছে। ডেকে আনলেই হয়।’ সত্তরে রিয়াজ ভাই যে সব জিজ্ঞাসার জবাব পাননি, মৃত্যুকালেও সে সবের উত্তর পাননি। সেই স্বৈরাচার এখন একশ গুণ বেশি কুৎসিত কদর্য। এখনও মনে হয়, রাজনীতির ইতিহাসে গণ-অভ্যুত্থানটা অপেক্ষমান রাস্তার ওপারে। তখন ও এখন ফোর্সড সাইলেন্স ছিল যত দুর্বহ, ফোর্সড ইলোকোয়েন্স ছিল তার চেয়ে বেশি যন্ত্রণাময়।

জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রে আমাদের পূর্বসুরীরা ‘জাতীয় মুক্তি সংগ্রাম’ শব্দ তিনটি এনেছেন অনেক ভেবে চিন্তেই। এর সংজ্ঞায় সময় ও সমাজ বারবার সঞ্জিবনী সংযোজন করে। কিন্তু জীবনের সত্য যার যার তার তার। রাষ্ট্র, জনঅধিকার এবং বাংলাদেশে সাংবাদিকতার আমূর্মমূলজানা রিয়াজ ভাইয়ের জন্য মুক্তকণ্ঠ অভিবাদন। দুঃসাহসী মনীষায় সত্যের অনুসন্ধান করে গেছেন। কী সমীহ ও সম্ভ্রমযোগ্য করে গেছেন আপন পরিচয়কে। যথাসময়ে রিয়াজ ভাই যোগ্য স্বীকৃতি পেলেন না অথবা সরকারের শোকবাণী অথবা প্রেস ক্লাবের শোকসভাটি নীরবেই হল না, কোনও অদূর ভবিষ্যতে, প্রত্নতত্ত্বের মতো ওপর মাটিতে এসে সম্মানের আলোয় উদ্ভাসিত হবেন, তেমন দুরসঞ্চারী আশা রিয়াউদ্দিন আহমেদে ছিল না।

পঞ্চাশ দশকের উল্লেখযোগ্য কবি মানস রায় চৌধুরীর পংক্তিমালা হতে পারে এই প্রয়াণলেখের উপসংহার।

‘তুমি এত তাড়াতাড়ি ছবি হয়ে যাবে কখনো ভাবিনি
আকাশ, শৈশব দূরসুরভীর অবক্ষয়ে
ইন্দ্রিয়ের অননোভূতিতে জেগে থাকবে এওতো ভাবিনি
যেন স্টিয়ারিং-এ হাত রেখে হঠাৎ তোমার ঘুম পাওয়া
এত নিদ্রালস কখনো তোমাকে আমি ভাবতে শিখিনি
এবং
এক মিনিট, এক মিনিট তোমার জন্য নীরবতা।
কপাল বেয়ে রক্ত চুয়োয়, শিরদাঁড়ায় বিদ্ধ ত্রিশূল
কত আনব মুহূর্তের সম্বনয়ে একটি মিনিট
তোমার জন্য হেঁটমুন্ডে দাড়িয়ে আছি সভাস্থলে
হৃদপিন্ডে ষাটটি পথের (ষাট বছর)। এক মিনিটের নীরবতা।

ডিএএম/কেকে//