দিদারুল আলম :
রোববার ১১ জুলাই সকাল ৬ টায় শুরু হবে বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা জেতার লড়াই।
এবারে ফাইনালে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এমনিতেই লাতিন আমেরিকার ফুটবলের ভক্ত দর্শক বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমি। কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে যারা ফুটবল প্রেমি তাদের মধ্যে শতকার ৯৫ ভাগই বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।
কেন? এর নানা ব্যাখ্যা হয়তো রয়েছে। কিন্তু চলমান করোনা মহামারি জনিত উদ্ভূত পরিস্থিতির মাঝেও আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে উন্মাদনার যেন শেষ নেই। গনমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের সমর্থকদের নানা তৎপরতা প্রতিক্রিয়া চলছেই৷
বাংলাদেশের কোটি কোটি ফুটবল দর্শক এখন অপেক্ষায় এ লড়াই উপভোগ করতে এবং উন্মাদনায় মেতে উঠতে।
ইতোমধ্যে এ দুই দলের সমর্থকদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দেশে বিশ্ব গণমাধ্যমের নজর কেড়েছে।
এটি একটি টুর্নামেন্টের ফাইনাল খেলা। যে কোন একটি দল জিতবে। এটিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক বাংলাদেশে এটিই প্রত্যাশা। জয় হোক ফুটবল সৌন্দর্যের।
ডিএএম//
Leave a Reply