অধঃস্তন আদালতে ভার্চুয়ালি আরো ৬৬৩১ ফৌজদারি মামলায় জামিন দরখাস্ত নিস্পত্তি
- Update Time : ১২:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
অধঃস্তন আদালতে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে আরো ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিস্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সারাদেশকে আজ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন সময়ে কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ৬৬৩১ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ৪২০ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্ট মুখপাত্র বলেন, চলতি বছর ৫৫ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১লাখ ৪৩ হাজার ৯৬১ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ৭৩ হাজার ৭৫ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র আরো বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৩৯ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশু আদালতসহ) জামিন হয়েছে।
ডিএএম/এসএম//