নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৩৪ জন।
যা এ পর্যন্ত এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬ হাজার ২১৪ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৭৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।
এর আগে শুক্রবার দেশে আরো ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৩২ জন।
গত ১ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে সংক্রমণ ও মৃত্যু ঘটছে। এ মহামারিতে বিপর্যস্ত পুরো বিশ্ব।
এসএম/ডিএএম//
Leave a Reply