কুমিল্লা-৫ আসনে আ.লীগের মনোনয়ন কিনেছেন আলআমিন অর্নব
- Update Time : ১০:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন সাবেক ছাত্রলীগ নেতা আলআমিন অর্নব।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হয় কুমিল্লা-৫ আসন। গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরু।
আগামী ১৪ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন অর্নব।
শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আলআমিন অর্নব এ তথ্য জানান। ফেসবুক তিনি লিখেন- “কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্হ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি”।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-৫ সংসদীয় আসন। এ আসনের এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন্ন উপনির্বাচনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা।
গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। দেশের সংসদীয় গনতন্ত্রের ইতিহাসে একজন দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন মতিন খসরু।
এসএম//