লিভারপুল ২-০ গোলে হারিয়েছে মিতউইলানকে
- Update Time : ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচডেতে সহজ জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল । এই নিয়ে গ্রুপ পর্বে টানা দুটি করে জয় পেলো প্রিমিয়ার লিগের এই জায়ান্ট ক্লাব। ঘরের মাঠ অ্যানফিল্ডে ‘ডি’গ্রুপের ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে মিতউইলানকে।
অ্যানফিল্ডে এদিন নিজেদের সেরা ছন্দে ছিল না লিভারপুল। আক্রমণভাগে সাদিও মানে, মোহামেদ সালাহ এবং রবার্তো ফিরমিনো থাকলেও প্রথমার্ধে অলরেডদের খেলায় ছিল না চেনা ধার। যার ফলে বিরতির আগে গোলের দেখাও পায়নি লিভারপুল। প্রথমার্ধে ৫টি শট নিলে একটিও গোলমুখে রাখতে পায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বিরতির পর আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। ৫৫ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোতার গোলে এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলে এটি লিভারপুলের ১০ হাজারতম গোল, যা এলো তাদের প্রথম গোলের ১২৮ বছর পর। ম্যাচের দ্বিতীয় গোল পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় ম্যাচের যোগ করা সময় পর্যন্ত। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সালাহ। ডি-বক্সে মিসরের এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। ম্যাচে মিতউইল্যান্ড চোটাক্রান্ত লিভারপুল ডিফেন্সে কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। পুরো ম্যাচে ৫ আক্রমণ করা মিতউইল্যান্ড, মাত্র ১টি শট গোলমুখে রাখতে পেরেছিল। এই জয়ে দুই ম্যাচশেষে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লিভারপুল।
এসএস//