লাঞ্চের আগে বাংলাদেশের দুই উইকেট নেই : ব্যাটে তামিম
- Update Time : ০১:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক:
পাল্লেকেলে টেস্টে আজ তৃতীয় দিনে লাঞ্চের আগে দারুণ ব্যাট করেন তামিম ইকবাল।
তবে পাল্লেকেলে টেস্টে আজ তৃতীয় দিনে লাঞ্চের আগে দল দুই উইকেট হারায়।
তামিম ইকবালের রান বের করার পথ বন্ধ করে তাঁকে আউট করতে চেয়েছিলেন দিমুথ করুণারত্নে। রানের পথ বন্ধ করতে পারলে তামিমের ভুলের সম্ভাবনা বাড়বে-এই ছিল শ্রীলঙ্কা অধিনায়কের কৌশল। পাল্লেকেলে টেস্টে আজ তৃতীয় দিন সকালের সেশন শেষে তামিমকে আউট করতে করুণারত্নে নিশ্চয়ই অন্য পথ খুঁজছেন। তবে তামিমকে আউট করতে না পারলেও ঠিকই অন্য প্রান্ত থেকে উইকেট তুলে নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক।
তামিমের রান বের করা পথ বন্ধ করতে পারেননি করুণারত্নে। উল্টো দুই ম্যাচের এই টেস্ট সিরিজে দ্রুত রান বের করার ধারাটা বজায় রেখেছেন বাংলাদেশ ওপেনার। আজ সকালে ৩.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এরপর ২৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৯ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। এর মধ্যে তামিমের একার অবদানই ৯৬ বলে ৭০।
সাইফ ৬২ বলে ২৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতির একটু আগে ক্যাচ দেন স্লিপে। তিনে নামা নাজমুল হোসেন স্লিপেই ক্যাচ দিয়ে ফিরেছেন মধ্যাহ্নভোজের বিরতির আগের বলে। অফ স্পিনার রমেশ মেন্ডিসের বাঁক সামলাতে না পেরে ক্যাচ দেন তিনি।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে এখনো ৩৯৪ রানে পিছিয়ে বাংলাদেশ।
এমএম//