কলকাতা প্রতিনিধি :
ভারতের বাঙালী অধ্যুষিত রাজ্য পশ্চিম বঙ্গে আজ পঞ্চম দফায় ভোট চলছে।
এ নির্বাচনে এই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে কি-না এটি এখন চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। মমতাও এটিকে এখন চ্যালেন্জ হিসেবে দেখছেন। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
অপরদিকে পরিবর্তনের ডাক দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছে এ রাজ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহ এ এ রাজ্যে নির্বাচন প্রচার ও কৌশলে নিয়মিত।
সংযুক্ত মোর্চার পক্ষে প্রচারে এসেছেন রাহুল গান্ধী।
আজ ৫ম দফার ভোটে বেশ কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। সকালে শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল পঞ্চম দফার ভোটগ্রহণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে। বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যেই অশান্তি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সেই পরিস্থিতিতেই ভোটগ্রহণ চলছে বুথে বুথে। সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাজ্যে ৩৬.০২ শতাংশ ভোট পড়েছে রাজ্যে।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, এই ৬ জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এর মধ্যে সল্টলেকের শান্তিনগরে বুথের বাইরে অবৈধ জমায়েত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ ছাড়াও বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর এসেছে।
সেই তুলনায় পাহাড়ি এলাকার পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। সকাল ১০টা পর্যন্ত দার্জিলিংয়ে ভোট পড়েছে ৩৩.৫১ শতাংশ। জলপাইগুড়ি,কালিম্পংয়ে এখনও পর্যন্ত যথাক্রমে ৩৯.২৭ এবং ৩৪.৬৯ শতাংশ ভোট পড়েছে। নদিয়ায় সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৪০ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় বেলা ১০টা পর্যন্ত ৩৩.৩৪ শতাংশ ভোট পড়েছে। পূর্ব বর্ধমানে ৩৮.৬২ শতাংশ ভোট পড়েছে।
এবারের ৮ দফায় শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভা নির্বাচন। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), সিপিএম-কংগ্রেসসহ সংযুক্ত মোর্চা রাজ্য ক্ষমতার জন্য লড়াই করছেন। তবে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াইটা হচ্ছে বলে জানান বিশ্লেষকগন। এ রাজে গত ২/৩ বছরে বিজেপির উত্থান ও ভোট বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। লোকসভায় তারা ১৮ আসন পেয়েছে এ রাজ্যে। যেখানে ক্ষমতাসীন তৃণমূল পায় ২২ টি।
নানা বিভাজন ও সমীকরণে চলছে এ নির্বাচন। ২ মে জানা যাবে আবারো তৃণমূল না-কি বিজেপি, সংযুক্ত মোর্চা।
ডিএএম//
Leave a Reply