এশিয়া কাপ ২০২২ সাল পর্যন্ত স্থগিত
- Update Time : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক :
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২২ সাল পর্যন্ত এশিয়া কাপ স্থগিত করেছেন।
রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়। তবে এই ঘোষণায় হতাশ হয়েছেন উপমহাদেশের ক্রিকেট ভক্তরা।
বিবৃতিতে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান এহসান মানি বোর্ড অব গর্ভনরসকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনার বিষয়ে জানানোর সাথে সাথে এই বছর আইসিসির টি-২০ বিশ্বকাপ ও এসিসি এশিয়া কাপ ২০২২ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
গতবছর ২০২০ সালের এশিয়া কাপ করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০২১ সালের জুনে এ টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল।
টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করে। উপমহাদেশের চার দলের (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান) সাথে আফগানিস্তান ও একজন এশিয়ান কোয়ালিফায়ারের অংশগ্রহণে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।
ডিএ//