শীতলক্ষ্যায় লঞ্চডুবি,সেই কার্গো জাহাজ জব্দ
- Update Time : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১ Time View
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত এমভি এসকেএল-৩ নামের কার্গো জাহাজটি জব্দ করেছে কোস্টগার্ড।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে জাহাজটি জব্দ করা হয়। এসময় ওই জাহাজে থাকা বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়।
বৃহস্পতিবার ৮ এপ্রিল দুপুর ২টার দিকে এ তথ্য গননাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি জানান, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটি জব্দ করেছে বলে নিশ্চিত করেছেন। ১৪ জন স্টাফকেও আটক করা হয়েছে।
গজারিয়া নৌ-পুলিশের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জব্দ করা জাহাজসহ ১৪ জন স্টাফকে কোস্টগার্ডের সদস্যরা গজারিয়া নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে ৩৪ জন নিহত হন। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার ৬ এপ্রিল রাতে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেছে। এতে হত্যার উদ্দেশে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়।
এসএস//