বাজিতপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩
- Update Time : ০৬:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
কিশোরগঞ্জ (বাজিতপুর) প্রতিনিধি: জেলার বাজিতপুর থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ২৬ অক্টোবর উপজেলার পৈলনপুর এলাকায় জুম্মান মিয়ার গ্যারেজ থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ব্যক্তিরা হলেন জুম্মান মিয়া (৩২), মোমেন মিয়া (২৫) ও ছোটন মিয়া (২৬)। তারা উপজেলার পশ্চিম বাজিতপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন আজ ভোরে (২৬ অক্টোবর) অভিযানটি পরিচালনা করেন।
র্যাব ক্যাম্প সূত্র জানায়, জেলায় বেশ কয়েকটি মোটরসাইকেল চোর চক্র সক্রিয় রয়েছে। চক্রগুলোর দৌরাত্ম্যে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিন কারও না কারও মোটরসাইকেল খোয়া যাচ্ছে। চোরাই মোটরসাইকেল কেনার জন্যও একাধিক চক্র রয়েছে।
চক্রের সদস্যরা চুরি করে আনা মোটরসাইকেলগুলো কিশোরগঞ্জের বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে আসছে। এই অবস্থায় র্যাব একটি চক্রের সন্ধান পায়। গোয়েন্দা অনুসন্ধানে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ভোররাত চারটার দিকে র্যাবের সদস্যরা জুম্মান মিয়ার গ্যারেজে অভিযান চালান।
আটক হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো এই চক্রের সদস্যরা চুরি করে এনেছেন। আটককৃতদের বিকেলে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করেছে।
এসএস//