শিরোনাম:
করোনায় ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
- Update Time : ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৩০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।
শুক্রবার ২ এপ্রিল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৩ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৬ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
ডিএ//