জয়ে সিরিজে ভারতের সমতা
- Update Time : ০৬:২২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ২ Time View
স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা আনলো ভারত।
শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। ইংল্যান্ডের হাতে ৩ উইকেট। ২ বলে চার-ছয় মেরে ম্যাচটা জমিয়ে দিলেন ইংলিশ পেসার জোফরা আর্চার। এরপর টানা ২টি ওয়াইড। ভারত শিবিরে রাজ্যের দুশ্চিন্তা। রোহিত-হার্দিকদের কপালে ভাঁজ।
চতুর্থ বলে আর্চার কভারে ঠেলে দিয়ে ১ রান নেন। তাতে শেষ ২ বলে জয়ের জন্য ৯ রান দরকার হয় ইংল্যান্ডের। পঞ্চম বলটি কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হার্দিক পান্ডিয়ার তালুবন্দি হন ক্রিস জর্ডান। তাতে জয়ের সম্ভবনা সেখানেই শেষ হয়ে যায়। শেষ বলে কোনো রান নিতে পারেননি আর্চার। তাতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা আনে ভারত।
বৃহস্পতিবার ১৮ মার্চ সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ভারত। এই লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে ৮ উইকেট হারিয়ে থামে ইংল্যাড। ৫ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। শেষ ম্যাচটি হয়ে দাঁড়ালো অলিখিত ফাইনাল।
ডিএ//