হিটলারের গোঁফ: লোগো পরিবর্তন করল আমাজন

- Update Time : ০৩:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ৩২ Time View
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্যাপক সমালোচনার মুখে লোগো পরিবর্তন করল ই-কমার্স জায়ান্ট আমাজন। এ বছরের জানুয়ারিতে আমাজন তাদের অ্যাপের নতুন যে লোগো উন্মোচন করেছিল, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে যে, ওই লোগো দেখতে নাকি অনেকটা অ্যাডলফ হিটলারের গোঁফের মতো।
জানুয়ারি মাসে প্রকাশিত আমাজনের অ্যাপের লোগো ছিল একটি বাদামি রঙয়ের বাক্স। তার ওপর লাগানো ছিল একটি নীল রঙয়ের স্ট্রিপ। যেটা দেখে মনে হয়, আঠা দিয়ে লাগানো রয়েছে একটি নীল রঙয়ের স্ট্রিপ। আমাজনের ‘সিগনেচার’ হিসেবে যে অ্যারো থাকে, সেই চিহ্নের ওপরেই ছিল এই নীল রঙের স্ট্রিপ।
কিন্তু এই স্ট্রিপ দেখেই অনেকে অভিযোগ করতে শুরু করেন যে, এটি দেখতে অ্যাডলফ হিটলারের গোঁফের মতো। এমন সমালোচনার ধাক্কায় অবশেষে লোগো পরিবর্তন করেছে আমাজন। নতুন লোগোর ক্ষেত্রেও ওই নীল রঙের স্ট্রিপ রয়েছে। তবে সেটি এমনভাবে লাগানো হয়েছে, যাতে দেখে মনে হয়, কেউ সেটা খোলার বা ছেঁড়ার চেষ্টা করছে। অর্থাৎ একটা কোণা সামান্য মুড়ে দেওয়া হয়েছে। বাকি বাদামি রঙের বাক্স কিংবা আমাজনের সিগনেচার অ্যারো, সবই রয়েছে।
এর আগেও একবার লোগো পরিবর্তন করেছিল অ্যামাজ়ন। সেই সময় আমাজনের লোগো ছিল একটি শপিং কার্ট। সেটি পরিবর্তন করে জানুয়ারিতে বাদামি রঙের বাক্স, নীল রঙের স্ট্রিপ এবং অ্যারো সিম্বল আনা হয়।
এসএস//