ভরিতে স্বর্ণের দাম কমল ১৫১৬ টাকা

- Update Time : ০১:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ২৮ Time View
সারাদেশ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমল।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
এরআগে সর্বশেষ গত ১৩ জানুয়ারি স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় দুই হাজার টাকা কমেছিল।
বাজুস জানিয়েছে, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৭১ হাজার ১৫০ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৮ হাজার ১ টাকা, যা ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৯ হাজার ২৫৩ টাকা, যা ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি, যা ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।
এসএস//