জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে পুলিশি হামলায় বিএফইউজে-ডিইউজের নিন্দা
- Update Time : ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে ঢুকে পুলিশের ন্যক্কারজনক হামলা ও নির্বিচারে লাঠিপেটার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।
বিএফইউজে সভাপতি এম. আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রোববার ২৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, আজকের ঘটনায় আবার প্রমাণ হলো দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
পেশী শক্তি দিয়ে এ সরকার গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাব ‘গণতন্ত্র স্কোয়ার’ হিসেবে পরিচিত। অধিকার আদায়ে সংগ্রামী কিংবা ক্ষুব্ধ মানুষ দাবি আদায়ে অথবা প্রতিবাদ-সমাবেশ করতে জাতীয় প্রেসক্লাবকে বেছে নেন। তাছাড়া সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার। অথচ একটি ছাত্র সংগঠনের সমাবেশ জমায়েতের আগেই বিনা উস্কানিতে লাঠিপেটা করে সেটি পন্ড করে দেয়া হয়েছে। এ সময় পুলিশের হামলা থেকে রক্ষা পেতে অনেকে জাতীয় প্রেসক্লাবে আশ্রয় নেন। কিন্তু পুলিশ জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে মূল ভবন পর্যন্ত ঢুকে সেখানে নির্বিচারে লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস সেল ও গুলি ছুড়েছে। পুলিশি হামলা থেকে কর্তব্যরত সাংবাদিক, প্রেসক্লাব কর্মচারী এবং আগত সাধারণ মানুষও রেহাই পাননি।
পুলিশের এহেন ন্যক্কারজনক হামলা স্বৈর শাসনামলকেও হার মানিয়েছে। নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।
এসএস//