সুপ্রিমকোর্ট প্রতিবেদক : দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে সরকারি হাসপাতালসমূহে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি অন্তর্ভূক্ত করাসহ অচল যন্ত্রপাতি সচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মোঃ জে. আর.খান রবিন।
তিনি সরাদেশ’কে জানান, রিটে স্বরাষ্ট্র সচিব,স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি,কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোর পরিচালকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিট পিটিশনার এডভোকেট মোঃ জে আর খান রবিন বলেন , সংবিধানের ১৫(ক) ও ১৮(১) অনুচ্ছেদে স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যের কথা উল্লেখ থাকলেও মূলত অনুচ্ছেদ ৩১ ও ৩২ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। বিভিন্ন প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি নেই। বিদ্যমান যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই অচল।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস প্রেরণ করা হয়। পদক্ষেপ না নেয়ায় এ রিট দায়ের করা হয়েছে।
ডিএ/এসএস//
Leave a Reply