বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে মিললো ১৫০টি সোনার বার। যার ওজন প্রায় ১৭ কেজি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি এসেছিলো আবুধাবি থেকে।
আজ সোমবার ২২ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করে।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার রোকসানা আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুধাবি থেকে আসা ফ্লাইটটি তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বিমানের একটি আসনের পেছনে প্যানেল বোর্ডের নিচে টেপে মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়। এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
এসএস//
Leave a Reply