রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- Update Time : ০৬:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক: বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন শাহবাগ থানা পুলিশ। মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন থানার কর্মরত ডিউটি অফিসার এসআই মেহিদী হাসান।
জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়াও দলটির আরো অজ্ঞাত ১০০/১২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে এসআই মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে গেল বুধবার সন্ধ্যায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় মশাল মিছিলে অংশ নেয়া অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
এমএইচবি//