সারাদেশ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হলে ওয়াশিংটনকে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রোববার এক টুইটে তিনি এ কথা বলেছেন।
খামেনি বলেছেন, ‘২০১৫ সালের পরমাণু চুক্তির সব দায়িত্ব ইরান পালন করেছে, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ নয়…তারা যদি চায় যে, ইরান তার প্রতিশ্রুতিতে ফিরে আসুক, তাহলে যুক্তরাষ্ট্রকে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’
তিনি লিখেছেন, ‘সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিনা যাচাইয়ের পর আমরা সম্পূর্ণ আনুগত্যে ফিরে যাব।’
গত মাসে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া জো বাইডেন বলেছিলেন, ইরান যদি ২০১৫ সালের পরমাণু চুক্তি কঠোরভাবে প্রতিপালন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের অনুসরণ করবে এবং একে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একটি বিস্তৃত চুক্তির স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহার করবে।
এসএস//
Leave a Reply