সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে ককক্সবাজার ভ্রমনে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন
- Update Time : ০৯:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক:
দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে “সবাই দেখবে কক্সবাজার” শীর্ষক ২নিজস রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমন আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।
ঢাকা, চট্টগ্রাম , খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের শনিবার কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া , থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’। কক্সবাজারে পৌঁছে এসব শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে যায়।
ভ্রমনের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক মজনু।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা চমৎকার একটি আয়োজন করেছে। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন মানবিক কাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
আয়োজকদের পক্ষে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই
প্রজেক্টের মাধ্যমে সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি অনুভব হবে।
উদ্ভোধনী বক্তৃতায় মোঃ গোলাম ফারুক মজনু বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান হয়েছে বলে আমার জানা নেই। দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পারা খুবই আনন্দের। সবারই উচিৎ এমন কাজে সংশ্লিষ্ট হওয়া। এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ। সমুদ্রের বিশালতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মানে অগ্রাণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ।
বাসস/সবি/ডিএ//